How many people do we meet and talk to every day? We chat. We even exchange ideas.
But who remembers someone without need? I keep track of who. Thanks to the great benefits of information technology, we are all so close to each other. If we want, it is very possible to become our own person in an instant by exchanging strategies with each other.
However, who keeps track of whom without need? Everything is done purely out of responsibility. Otherwise, we are used to being ourselves.
Read to Bengali Below >
প্রতিদিন কতজনের সাথেই তো দেখা হয়,কথা হয় । আড্ডা জমে । এমনকি ভাব বিনিময় ও হয় বটে।
অথচ কে’ বা কাকে মনে রাখে বিনা প্রয়োজনে ? আমি ও বা খোঁজ রাখি ক’জনার। তথ্য প্রযুক্তির দারুন সুবাদে আমরা সবাই পরস্পরের কতই না নিকটে। ইচ্ছে করলে মুহূর্তেই পরস্পরের কৌশল বিনিময়ে আপন জন হয়ে ওটা খুবই সম্ভব।
তথাপি, বিনা প্রয়োজনে কে’ বা কার খোঁজ রাখি ? একান্তই দায়িত্ব কর্তব্যের টানে যা’ কিছু করা হয়। নচেৎ নিজের মতই নিজেরা থকতে অভ্যস্ত আমরা।