Advertisement

Who remembers someone without need? কে’ বা কাকে মনে রাখে?

shailobdFeel-GoodArticleLove lost1 month ago65 Views

Who remembers someone without need?

How many people do we meet and talk to every day? We chat. We even exchange ideas.
But who remembers someone without need? I keep track of who. Thanks to the great benefits of information technology, we are all so close to each other. If we want, it is very possible to become our own person in an instant by exchanging strategies with each other.
However, who keeps track of whom without need? Everything is done purely out of responsibility. Otherwise, we are used to being ourselves.

  • Again, if the need arises, then the context becomes different. Then we do not make the mistake of being very busy to make the very distant person very close. In our words, deeds, and behavior, we act in such a way that it seems as if we have known each other for many lives.
  • Then in many cases, the very close people become like unseen, unknown people. It seems as if there was no meeting between birth and birth.
    We always keep ourselves busy in this way with the well-crafted technique of expressing the opulence of the divine.
  • Only a very few people are the exception to all this.
  • And, only they become known in society as people of great souls.
  • Therefore, in conclusion, it can be said – only the definition of life with needs is discussed.
  • The definition of life with only responsibilities and duties is partially incomplete.
  • And the definition of human life with humanity – comprehensive and enlightened.

Read to Bengali Below >

বিনা প্রয়োজনে কে’ বা কাকে মনে রাখে?

প্রতিদিন কতজনের সাথেই তো দেখা হয়,কথা হয় । আড্ডা জমে । এমনকি ভাব বিনিময় ও হয় বটে।
অথচ কে’ বা কাকে মনে রাখে বিনা প্রয়োজনে ? আমি ও বা খোঁজ রাখি ক’জনার। তথ্য প্রযুক্তির দারুন সুবাদে আমরা সবাই পরস্পরের কতই না নিকটে। ইচ্ছে করলে মুহূর্তেই পরস্পরের কৌশল বিনিময়ে আপন জন হয়ে ওটা খুবই সম্ভব।
তথাপি, বিনা প্রয়োজনে কে’ বা কার খোঁজ রাখি ? একান্তই দায়িত্ব কর্তব্যের টানে যা’ কিছু করা হয়। নচেৎ নিজের মতই নিজেরা থকতে অভ্যস্ত আমরা।

  • আবার যদি প্রয়োজন মাঝে এসে দাঁড়ায়,তখন প্রেক্ষাপট হয়ে যায় ভিন্ন। তখন অতি দুরের জনকে ও অতি আপন করে তুলতে মহা ব্যস্ত হতে ভুল করি ন। কথায়,কাজে, ব্যবহারে আমরা এমন ভাব করি, মনে হয় যেন কত জনমের চেনা জানা।
  • তখন অনেক ক্ষেত্রে অতি ঘনিষ্ট জনেরা ও অদেখা, অচেনা মানুষের মতই হয়ে উঠে। মনে হয় যেন জন্ম – জন্মান্তরে কোন সাক্ষাতই ছিল না।
    ঐশ্বয্যের আতিশয্য প্রকাশের সু-নিপুন কৌশলে’ নিজেকে আমরা সদাই ব্যস্ত রাখি এ’ভাবে।
  • খুব অল্প সংখ্যক মানুষই কেবল এ’সবের ব্যতিক্রম হয়।
  • আর, তারাই কেবলমাত্র মহৎ প্রাণের ব্যক্তি হিসেবে সমাজে পরিচিতি লাভ করে।
  • অতএব, উপসংহারে বলা যায় – শুধুমাত্র প্রয়োজন সম্বলিত জীবনের সংজ্ঞা আলোচিত।
  • শুধুমাত্র দায়িত্ব, কর্তব্য সম্বলিত জীবনের সংজ্ঞা আংশিক অসম্পূর্ন।
  • আর মনুষ্যত্ব অর্জিত মানব জীবনের সংজ্ঞা -ব্যপক ও আলোকিত।

1 Votes: 1 Upvotes, 0 Downvotes (1 Points)

Leave a reply

Join Us
  • Facebook38.5K
  • X Network32.1K
  • Behance56.2K
  • Instagram18.9K

Stay Informed With the Latest & Most Important News

Advertisement

Advertisement

shailobd.com

বাংলা ও English - এ লেখা একটি Blog site

Loading Next Post...
Follow
Search
Popular Now
Loading

Signing-in 3 seconds...