Advertisement

Using Chat GPT can be very helpful for us. Chat GPT-র ব্যবহার

shailobdRhymeViralTechnology3 weeks ago32 Views

Using Chat GPT can be very helpful for us –

Using Chat GPT can be very helpful for you, but you must be strategic and careful in using it. Let’s learn more about this popular AI tool of the present time-
Currently, Chat GPT is a much-discussed and popular AI tool. By using it, we can get various benefits. For example, information, writing, translation, ideas for coding images, ideas for creating logos, and various support. However, chat Gpt also has some limitations or disadvantages. Here we will discuss the advantages and disadvantages of using Chat GPT.

Advantages of using Chat GPT – https://chatgpt.com/

  •  Quick answers are available.
    You can get answers to any question within a few seconds, which saves time.
  •  Language support
    It is easier to translate, correct grammar, and improve writing style in various languages, including Bengali and English, which will definitely make you skilled-
  •  Content creation
    You can get help writing blog posts, articles, emails, essays, or social media posts.
  •  Idea Generation
    Creative ideas for new projects, businesses, or writing can be shared, which is undoubtedly very important.
  •  Education Support
    Students can use it to study, write summaries, or understand complex topics easily.
  •  Coding Support
    Great help in learning programming, writing code, or fixing bugs.
  •  24/7 Available
    Can be used anytime, anywhere, day or night.

Disadvantages of using Chat GPT-

  •  Not all information may be correct all the time-
    Sometimes it may provide incorrect or outdated information, so it is important to verify. In this case, it is desirable to have your own idea about the topic you want to know.
  •  Real-time information limitations
    Not all news or information may be updated live (although the new feature has web access).
  •  Creativity limitations
    Writing may sometimes seem artificial or repetitive. In this case, it is very important to have experience.
  •  Lack of human feelings
    Not capable of giving deep emotional writing or personal experience. Lack of emotional feeling in writing is noticeable. Therefore, you have to use your knowledge to make the writing clear and heartwarming. https://chatgpt.com/
  •  Excessive dependence
    If you use it in every work, every subject, your thinking power and creativity, and knowledge power can be lost.
  •  Privacy issue
    It is not safe to share any personal or confidential matter or information here. In conclusion, it can be said-
    ChatGPT is undoubtedly an extraordinary AI tool, which makes our daily work easier and faster. However, keeping in mind its limitations, it should be used as an assistant with sufficient caution, it should never be completely dependent. There is a possibility of your loss in it. Therefore, using technology is a blessing for you only when you know and understand it properly.

> Write to tell us “Have you used Chat GPT? How was your experience?”
 We will also reply with our opinions.

Chat GPT-র ব্যবহার আপনার জন্য খুবই সহায়ক-

Chat GPT-র ব্যবহার আপনার জন্য খুবই সহায়ক ভূমিকা রাখতে পারে তবে এটির ব্যবহারে আপনাকে অবশ্যই কৌশলী এবং সতর্ক হতে হবে। আসুন বর্তমান সময়ের এই জনপ্রিয় AI tool টি সম্পর্কে বিস্তারিত জেনে নিই-
বর্তমান সময়ে ChatGPT একটি বহুল আলোচিত এবং জনপ্রিয় এআই টুল। এটি ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের সুবিধা পেতে পারি। যেমন- তথ্য, লেখা, অনুবাদ, কোডিং ইমেজ তৈরীর ধারনা, লগো তৈরির ধারনা, প্রয়োজনীয় নানা সাপোর্টসহ অসংখ্য কাজ করতে পারি। তবে এর পাশাপাশি কিছু সীমাবদ্ধতা বা অসুবিধাও chat Gpt-র রয়েছে। এখানে আমরা ChatGPT ব্যবহারের সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা করবো।

Chat GPT ব্যবহারের সুবিধা –

  •  দ্রুত উত্তর পাওয়া যায়।
    কয়েক সেকেন্ডের মধ্যেই যেকোনো প্রশ্নের উত্তর পাওয়া যায়, যা সময় বাঁচায়।
  • ভাষাগত সহায়তা
    বাংলা ও ইংরেজিসহ নানা ভাষায় অনুবাদ, ব্যাকরণ সংশোধন, রাইটিং স্টাইল উন্নত করা সহজতর যা আপনাকে দক্ষ করে তুলবে অবশ্যই-
  •  কনটেন্ট তৈরি
    ব্লগ পোস্ট, আর্টিকেল, ইমেইল, প্রবন্ধ কিংবা সোশ্যাল মিডিয়া পোস্ট লেখার জন্য সহায়তা পেতে পারেন।
  • আইডিয়া জেনারেশন
    নতুন প্রজেক্ট, ব্যবসা, বা লেখালেখির জন্য সৃজনশীল আইডিয়া শেয়ার করা যায় যা নিঃসন্দেহে অনেক গুরুত্ব বহন করে।
  •  শিক্ষা সহায়তা
    ছাত্রছাত্রীরা পড়াশোনা, সারাংশ লেখা, কিংবা জটিল বিষয় সহজভাবে বোঝার জন্য ব্যবহার করতে পারে।
  •  কোডিং সাপোর্ট
    প্রোগ্রামিং শেখা, কোড লেখা বা বাগ ফিক্স করার ক্ষেত্রে দারুন সহায়ক।
  • ২৪/৭ অ্যাভেইলেবল
    দিন-রাত যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে ব্যবহার করা যায়।

https://chatgpt.com/

Chat GPT ব্যবহারের অসুবিধা-

  • ১. সবসময় সবতথ্য সঠিক নাও হতে পারে-
    অনেক সময় ভুল বা পুরনো তথ্য দিতে পারে, তাই যাচাই করা জরুরি। এ’ক্ষেত্রে যে বিষয়টি আপনি জানতে চাইছেন সে’ বিষয়টি সম্পর্কে আপনর ধারনা থাকা বাঞ্চনীয়।
  •  রিয়েল-টাইম তথ্য সীমাবদ্ধতা
    সব খবর বা তথ্য লাইভ আপডেট নাও হতে পারে (যদিও নতুন ফিচারে ওয়েব অ্যাক্সেস আছে)।
  • সৃজনশীলতার সীমাবদ্ধতা
    লেখা অনেক সময় কৃত্রিম বা পুনরাবৃত্তি মনে হতে পারে। এ’ ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা থাকা খুবই জরুরী।
  •  মানবীয় অনুভূতির অভাব
    গভীর আবেগপূর্ণ লেখা বা ব্যক্তিগত অভিজ্ঞতা দিতে সক্ষম নয়। লেখায় আবেগ অনুভূতির অভাব লক্ষ্যনীয়। তাই লেখার প্রাঞ্জলতা ও হৃদয়গ্রাহী করে তুলতে আপনার জ্ঞানকে কাজে লাগাতে হবে।
  •  অতিরিক্ত নির্ভরশীলতা
    প্রতিটি কাজে, প্রতিটি বিষয়ে ব্যবহার করলে নিজের চিন্তাশক্তি ও সৃজনশীলতা, ও জ্ঞান শক্তি লোপ পেতে পারে।
  •  প্রাইভেসি ইস্যু
    ব্যক্তিগত বা গোপনীয় কোন বিষয় বা তথ্য এখানে শেয়ার করা নিরাপদ নয়।
  • উপসংহারে বলা যায়- Chat GPT নিঃসন্দেহে একটি অসাধারণ এআই টুল, যা আমাদের দৈনন্দিন কাজকে সহজ ও দ্রুত করে তোলে। তবে এর সীমাবদ্ধতা মাথায় রেখে যথেষ্ট সতর্কতা অবলম্বন করে সহায়ক হিসেবে ব্যবহার করা উচিত, একে পুরোপুরি নির্ভরশীল করে ফেলা কখনো উচিত হবে না। এতে আপনার ক্ষতির সম্ভবনা ও যথেষ্ট রয়েছে।
  • অতএব প্রযুক্তি ব্যবহার আপনার জন্য তখনই আশীর্বাদ স্বরুপ যখন আপনি সঠিক জেনে বুঝে এর ব্যবহার করবেন।

“আপনি কি ChatGPT ব্যবহার করেছেন? আপনার অভিজ্ঞতা কেমন?”
তা জানিয়ে লিখূন। আমরাও মতামত জানিয়ে Reply করবো   https://chatgpt.com/

 

0 Votes: 0 Upvotes, 0 Downvotes (0 Points)

Leave a reply

Join Us
  • Facebook38.5K
  • X Network32.1K
  • Behance56.2K
  • Instagram18.9K

Stay Informed With the Latest & Most Important News

Advertisement

Advertisement

shailobd.com

বাংলা ও English - এ লেখা একটি Blog site

Loading Next Post...
Follow
Search
Popular Now
Loading

Signing-in 3 seconds...