-Ashish kumer banik
Episode – 1
The mobile phone rang. Despite her reluctance, Sukanya picked up the phone and pressed the yes button.
— How are you Sukanya? A very emotional and charming voice. Which was like a moment of fascination. Surprised, Sukanya thought for a moment. In this way, she definitely called the name –
In response, Sukanya — Please, what is your identity?
A voice came from the other end without hesitation
— I am Animesh.
Suddenly, electricity played through Sukanya’s whole body. In an instant, all the annoyance disappeared. She turned into a different Sukanya. The coldest breeze of all the accumulated love in the world seemed to cool her down with utmost care. The pure stream of love was spreading waves of happiness throughout her body and mind. Sukanya’s silence made Animesh think a little. He said in a hoarse voice
— Hello.
Sukanya asked with a sigh, — How are you Animesh?
— Good.
— Animesh, where have you been all this time?
Unanswered Animesh
— I have searched for you in many ways. I have asked acquaintances for your address but I did not get it.
— Why did you search for you?
— To beg for your forgiveness. Animesh was not ready for such an answer. So he remained silent. Noticing Animesh’s silence, Sukanya said
— Please Animesh. Don’t be silent like this. Tell him that you will forgive him.
— You have done nothing wrong to me. Why do you only want to make me a criminal by apologizing?
— Animesh, that is your greatness. To whom destiny has made me humble.
— Greatness never tries to belittle anyone.
— So I suppose my idea is correct?
— What?
— I am not even worthy of forgiveness.
— No Sukanya. Don’t say that. I couldn’t even muster the courage to forgive you.
—But Animesh. I really need your forgiveness today. Just as the dark world wants to be purified by the rays of the sun shining in the eastern sky, removing all its darkness, so I too will be purified by your forgiveness.
— Illusion. Sweetheart. All is an illusion of your mind.
— Animesh, I will meet you. Please allow me.
— What will happen?
— At least I will get a chance to apologize to you.
— Am I that lucky?
— The priest knows which flower can be offered to which god. And how much happiness. How much peace there is in that offering.
Unknowingly, Animesh let out a heavy sigh. He said in a low voice
— I am telling you a good address.
Animesh’s whole body tingled as she thought about how, after all this time, this terrible weakness remained alive, like some nectar. If Sukanya’s sister and brother had not met by chance that day, would it have been better? But what kind of breath still flickers faintly in the depths of her heart? Which is capable of spreading a brilliant light in an instant. The triumphant sound of the wonderful moment of love in adolescence, in this twilight of youth, is it blocked by the web of memories? The melody of which makes the heart repeatedly fall in love with it.
See you again –
To be continued-
Read to Bengali Below >
গল্প –
শেষ বিকেলের মায়া
– আশীষ কুমার বণিক
পর্ব – ১
মোবাইল ফোন বেজে উঠল। অনিচ্ছা সত্ত্বেও ফোন তুলে ইয়েস্ বাটন্ চাপল সুকন্যা।
— কেমন আছ সুকন্যা? দারুন আবেগময় দরাজ কন্ঠস্বর। যা মুহুর্তে মুগ্ধ করার মতই। অবাক হয়ে সুকন্যা মুহুর্তকাল ভাবল। এ’ভাবে নিশ্চিত নাম ধরে –
প্রতিউত্তরে সুকন্যা — প্লিজ আপনার পরিচয়?
অপর প্রান্ত থেকে নি:সংকোচ কন্ঠস্বর ভেসে এল
— আমি অনিমেষ ।
সুকন্যার সারা শরীরে হঠাৎ যেন বিদ্যুৎ খেলে গেল। মুহুর্তে সব বিরক্ত দুরীভূত হল। পরিনত হল অন্যরকম এক সুকন্যায়। পৃথিবীর সমস্ত পূঞ্জীভূত ভাললাগার শীতলতম পরশ যেন তাকে পরম যত্নে শীতল করে তুলল। প্রিয়ানুভবের নির্ঝরিণী সারা দেহমনে সুখ তরঙ্গ বইয়ে দিচ্ছে। সুকন্যার এ’হেন নীরবতা অনিমেষ কে কিছুটা ভাবিয়ে তুলল। গলা জরানো কন্ঠে বলল
— হ্যা-লো।
একটা নি:শ্বাস চাঁপা দিয়ে সুকন্যা জিজ্ঞেস করল, — কেমন আছ অনিমেষ?
— ভাল।
— অনিমেষ কোথায় ছিলে এত কাল?
নিরুত্তর অনিমেষ
— আমি তোমাকে কত ভাবে খুঁজেছি। পরিচিত জনের কাছে তোমার ঠিকানা জানতে চেয়েছি কিন্তু পাইনি।
— কেন খুঁজেছ?
— তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাইব বলে। এ’রূপ উত্তরের জন্য অনিমেষ অপ্রস্তুতই ছিল। তাই নিচ্চুপ রইল। অনিমেষের নীরবতা লক্ষ্য করে সুকন্যা বলল
— প্লিজ অনিমেষ। এ’ভাবে নীরব থেকো না। বলো ক্ষমা করবে।
— আমার কাছে তোমার তো কোন অপরাধ নেই। ক্ষমা চেয়ে কেন শুধু শুধু আমাকে অপরাধী করতে চাইছ?
— অনিমেষ সে’ তোমার মহত্ব। যার কাছে নিয়তি আমাকে পদানত করে দিয়েছে।
— মহত্ব কাউকে কখনো খাটো করে তোলার প্রয়াস ঘটায় না।
— তাহলে ধরে নিলাম আমার ধারনাই সঠিক?
— কি?
— আমি ক্ষমা পাবারও অযোগ্যা।
— না সুকন্যা। ওভাবে বলোনা । তোমাকে ক্ষমা করার মত সে’ দু:সাহস আমি আদৌ কুড়োতে পারিনি।
—কিন্তু অনিমেষ। তোমার ক্ষমা যে আজ আমার বড্ড প্রয়োজন। অন্ধকার পৃথিবী যেমন পূর্বাকাশে উদ্ভাসিত রবির কিরণ মালায় নিজের সমস্ত অন্ধকার দূরীভূত করে পরিশুদ্ধ হতে চায়, তদ্রুপ আমিও তোমার ক্ষমায় পরিশুদ্ধ হব।
— ভ্রম। সুকন্যা। সব তোমার মনের ভ্রম।
— অনিমেষ আমি তোমার সাথে দেখা করব। প্লিজ অনুমতি দাও।
— কি হবে?
— অন্তত কাছ থেকে ক্ষমা চাওয়ার সুযোগ টুকু পাব।
— তেমন সৌভাগ্যবান কি আমি আদৌ কেউ!
-পূজারী জানে, কোন পুষ্প কোন দেবতাকে নিবেদন করা যায়। আর সে’ নিবেদনে কত সুখ। কত প্রশান্তি।
নিজের অজান্তেই প্রচন্ড একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এল অনিমেষের। ক্ষীণ স্বরে বলল
— বেশ ঠিকানা বলছি ।
এত কাল পরেও কোন অমৃত লাগি এ’ ভয়ানক দুর্বলতা জেগে রইল, তা ভাবতেই অনিমেষের সারা শরীর বার বার কাঁটা দিয়ে উঠল। সে’দিন কাকতালীয় ভাবে সুকন্যার দিদি ভাইয়ের সাথে যদি দেখা না হতো, তাহলেই কি বেশ হতো? কিন্তু হৃদয়ের গহীণে সে’কোন চাঁপা নি:শ্বাস আজো ক্ষীণ হয়ে ফুটে আছে? যা’ মুহূর্তেই হিরণ্ময় আলো ছড়াতে সক্ষম। কৈশোরের ভাললাগার বিস্ময়কর মুহুর্তের জয়ধ্বনি যৌবন উত্তির্ণ এ’সন্ধিক্ষণে কোন স্মরলিপির মায়াজালে বাধা পরে আছে? যার সুর মূর্চ্ছনায় হৃদয় বারবার মোহাচ্ছন্ন হচ্ছে।
ফিরে দেখা –
চলবে-