I have tried to ignore the illusion of your two eyes that remained in my fascination, but I could not. Finally, I have carefully immersed myself in that lake of your kajal-black illusion. Today I am very troubled by the burning of your eternal love. It is very difficult for me to think of anything else except you. And yet you!
forget you, then maybe I would be very happy.
ভুলে যেতে পারতাম তোমাকে, তবেই হয়তো হতাম মহা সুখী আপনাদের অনুভূতি জানিয়ে লিখুন shailo
Read to Bengali below >
মুগ্ধতায় থাকিয়ে থাকা তোমার দু চোখের মায়া কে বারবার উপেক্ষা করতে চেয়েছি কিন্তু পারিনি। অবশেষে, তোমার সেই কাজল কালো মায়া সরোবরে ডুব দিয়েছি বেশ যত্ন করে। তোমার অনন্ত সলিলের দহন জ্বালায় আজ আমি ভীষণ জর্জরিত। তোমাকে ছাড়া অন্য কিছু ভাবাই আজ আমার জন্য বড়ই দুঃসাধ্য। অথচ তুমি !