Poetry-
Dedication
By- Ashish Kumar Banik
Touch me—
See how the moon’s enchantment
Spreads around me on every side.
In the serene glow of the full moon,
I will let my heart drift as it pleases.
Countless drops of delight—
pause and flow— Will slowly, gently transform into love.
A love that, from beginning to end,
Will blossom into a garden of tender feelings.
In that garden, layer upon layer, will bloom
Golden roses of fulfilled desire.
With the very color of those roses,
You once wished to secretly paint me.
See, that color you loved so dearly—
Today, I too adore it with all my heart.
so—touch me.
Read to Bengali >
কবিতা-
সমর্পণ
- আশীষ কুমার বণিক
আমাকে ছুঁয়ে দাও -
দেখ, কেমন চাঁদের বিমুগ্ধতা
ছড়িয়ে যায় আমার চারধারে ।
অখন্ড চাঁদের স্নিগ্ধ জ্যোৎস্নালোকে
ইচ্ছে মত মন ভেঁজাবো আমি ।
অজস্র ভাল লাগার বিন্দু – বিসর্গ
মিলে ক্রমশঃ পরিনত হবে ভালবাসা ।
যে ভালবাসার আদি অন্ত জুড়ে
গড়ে উঠবে প্রিয়ানুভূতির সুখ মালঞ্চ।
যে মালঞ্চে থরে থরে সাজানো থাকবে
পূর্ণ কামনার সুবর্ণ ফুটন্ত গোলাপ ।
যে’ গোলাপের রঙেই তুমি আমাকে একদা
গোপনে রাঙাতে চেয়েছিলে ।
দেখ,তোমার সেই অতি প্রিয় রং টি -
আজ আমারো ভীষণ ভীষণ ভাল লাগে
আ – মা – কে ছুঁয়ে দাও ।