Advertisement

Lifestyle is the art of human life জীবনের শিল্প

shailobdLifestyleExpeditions2 weeks ago1.7K Views

Lifestyle is the art of human life –

Lifestyle is the art of human life. Through which you can express your standard of living, thoughts, tastes and actions. You can present yourself to others. Which will make you a little different from others. Which can add a different dimension to your personal evaluation. Which we call personality.
Therefore,

  • pay attention to your individuality.
  • Show off the excellence of your life by developing your own individuality.
  • There should be excellence in your movements, speech and conversation.
  • Develop your own style. Which will increase your acceptance by others at least a little.
    However, be careful –
  • while developing your own style, do not reveal your arrogance or arrogance to others.
  • Due to which you will be known as an arrogant person to everyone else.
  • Keep your eyes focused on that with enough caution.
  • Otherwise, your style will become the reason for the destruction of your life. For which only you will be responsible.

 

Write about how you want to improve your lifestyle – our tips will definitely be helpful to you   shailo
আপনি আপনার lifestyle কে কিভাবে উন্নত করতে চান তা জানিয়ে লিখুন –
আমাদের tips গুলো আপনার জন্য অবশ্যই সহায়ক হবে   shailo

লাইফ স্টাইলটা হচ্ছে- মানুষের জীবনের শিল্প –

লাইফ স্টাইলটা হচ্ছে- মানুষের জীবনের শিল্প। যে প্রদর্শনীর মধ্যদিয়ে আপনার জীবন যাপনের মান, চিন্তাধারা, রুচিবোধ এবং কর্মের বহিঃপ্রকাশ আপনি ঘঠাতে পারেন। নিজেকে উপস্থাপন করতে পারেন অন্যের নিকট। যা খানিকটা হলেও আলাদা করে তুলবে আপনাকে, অন্যের নিকট থেকে। যা আপনার ব্যক্তিগত মূল্যায়নে যোগ করে দিতে পারে ভিন্ন এক মাত্রা। যাকে আমরা ব্যক্তিত্ব বলে ও অভিহিত করি-
অতএব

  • খেয়াল রাখুন আপনার স্বকীয়তার দিকে।
  • নিজস্ব স্বকীয়তা গড়ে তোলার মধ্য দিয়ে আপনার জীবনের চমৎকারত্ব ফুটিয়ে তুলুন।
  • আপনার চলনে-বলনে, কথা-বার্তায় যেন চমৎকারত্ব থাকে। একটা নিজস্ব স্টাইল গড়ে তুলুন। যা অপরের কাছে আপনার গ্রহণ যোগ্যতা খানিকটা হলেও বাড়াবে।
    তবে খেয়াল রাখুন-
  • নিজস্ব স্টাইল গড়ে তুলতে গিয়ে অন্যের কাছে যাতে আপনার ধৃষ্টতা কিংবা অহংকারের প্রকাশ না ঘটে।
  • যার কারণে আপনি অন্য সকলের নিকট অহংকারী ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করবেন।
  • সে’দিকে যথেষ্ট সতর্কতার সহিত দৃষ্টি নিবদ্ধ রাখুন। তা নাহলে আপনার ষ্টাইলই আপনার জীবন বিনষ্টের কারন হয়ে দাড়াঁবে।
  • যার জন্য কেবল আপনিই দায়ী থাকবেন।

 

35 Votes: 29 Upvotes, 6 Downvotes (23 Points)

Leave a reply

Join Us
  • Facebook38.5K
  • X Network32.1K
  • Behance56.2K
  • Instagram18.9K

Stay Informed With the Latest & Most Important News

Advertisement

Advertisement

shailobd.com

বাংলা ও English - এ লেখা একটি Blog site

Loading Next Post...
Follow
Search
Popular Now
Loading

Signing-in 3 seconds...