Lifestyle is the art of human life. Through which you can express your standard of living, thoughts, tastes and actions. You can present yourself to others. Which will make you a little different from others. Which can add a different dimension to your personal evaluation. Which we call personality.
Therefore,
Write about how you want to improve your lifestyle – our tips will definitely be helpful to you shailo
আপনি আপনার lifestyle কে কিভাবে উন্নত করতে চান তা জানিয়ে লিখুন –
আমাদের tips গুলো আপনার জন্য অবশ্যই সহায়ক হবে shailo
লাইফ স্টাইলটা হচ্ছে- মানুষের জীবনের শিল্প। যে প্রদর্শনীর মধ্যদিয়ে আপনার জীবন যাপনের মান, চিন্তাধারা, রুচিবোধ এবং কর্মের বহিঃপ্রকাশ আপনি ঘঠাতে পারেন। নিজেকে উপস্থাপন করতে পারেন অন্যের নিকট। যা খানিকটা হলেও আলাদা করে তুলবে আপনাকে, অন্যের নিকট থেকে। যা আপনার ব্যক্তিগত মূল্যায়নে যোগ করে দিতে পারে ভিন্ন এক মাত্রা। যাকে আমরা ব্যক্তিত্ব বলে ও অভিহিত করি-
অতএব