Express yourself to others in a great way. Showcase all your skills in a genuine way. And that must be done in a dignified and joyful manner. With an innocent smile. Express yourself in a way that proves your worth properly. Become an ornament, not an ego.
Your need is felt by others so much that – in your absence, a void is created in that place. It should be very difficult for others to fill that void.
May everyone’s life be beautiful and joyful – this is the hope.
Read to Bengali below >
অন্যের নিকট নিজেকে প্রকাশ করুন দারুণ ভাবে। অকৃত্রিম ভাবে মেলে ধরুন আপনার সব দক্ষতা । আর সে’টা অবশ্যই মর্য্যাদার সাথে আনন্দময় ভঙ্গিমায়। নিষ্পাপ হাসির মধ্য দিয়ে। যাতে করে আপনার যোগ্যতা সঠিকভাবে প্রমাণিত হয় সে’ভাবেই নিজেকে জাহির করুন। অহংকার নয় অলংকরন হয়ে উঠুন।
অন্যের নিকট আপনার প্রয়োজন এতটাই অনুভূত হয় যেন- আপনার অবর্তমানে শূণ্যতার সৃষ্টি হয় ঐ স্থানে। ওই শূন্যস্থান পূরণ করা অন্যজনের পক্ষে যেন খুবই কষ্টসাধ্য হয়।
সকলের জীবন সুন্দর ও আনন্দময় হোক- এই প্রত্যাশায় রইল।