Advertisement

Even the most ordinary life will become extraordinary-অতি সাধারন জীবন ও হয়ে উঠবে অসাধারন-

shailobdViralEducation3 weeks ago43 Views

Even the most ordinary life will become extraordinary-

Your very ordinary life will also become extraordinary, find out how —
Sunrise and sunset are very ordinary everyday events caused by nature. Which happens every day before our eyes.
However, this very ordinary event also carries special beauty in special cases.
And so, from the sunrise and sunset that are happening before our eyes every day, to the sunrise and sunset on the lake, the sea beach or the sunrise and sunset of Kanchenjunga, we are all so dear to us. Which we are almost all eager to enjoy.
Similarly, no matter how ordinary the life of me, you, all of us is; it is possible to arrange this very ordinary life in a wonderful way.

  • If the appropriate field can be created in life. The very small ordinary events of life can be used with special importance and made very enjoyable by filling it with the illusion of beauty, then it is not impossible to make even the most ordinary life extraordinary.
  • Here, the right field is considered important – taking the right work method that helps in life development, taking the right work plan, and fulfilling the responsibility by performing the work in the right way, at the right time.

Therefore, I, you, and all of us can learn this lesson –

  • no matter how ordinary, your personal life style is. It is not inferiority.
  • It will not be wise to keep yourself wrapped up in failure or to give importance to the humiliation of others.
  • It is extremely important to have a special focus on creating the right field.
  • Only then will life be meaningful and successful.

Read to Bengali below >

অতি সাধারন জীবন ও হয়ে উঠবে অসাধারন-

আপনার অতি সাধারন জীবন ও হয়ে উঠবে অসাধারন, জেনে নিন কি উপায়ে —
সূর্যোদয় এবং সূর্যাস্ত প্রকৃতি ঘটিত অতি সাধারন নিত্য ঘটনা । যা’ প্রতি নিয়ত আমাদের চোখের সামনেই ঘটে থাকে ।
অথচ, এ’ অতি সাধারন ঘটনাটি ও ক্ষেত্র বিশেষে, বিশেষ চমৎকারত্ব বহন করে ।
আর তাই, প্রতিনিয়ত চোখের সন্মূখে ঘটতে থাকা সূর্যোদয়-সূর্যাস্ত থেকে, লেকের ধারের, সাগর সৈকত কিংবা কাঞ্চনজঙ্গার সূর্যোদয়-সূর্যাস্ত আমাদের সকলের এত প্রিয়। যা’ উপভোগ করার জন্য রীতিমত আমরা প্রায় সবাই উদ্গ্রীব হয়ে থাকি ।
তদ্রুপ, আমি, আপনি, আমাদের সবার জীবন, যতই সাধারন হোকনা কেন ; এ’অতি সাধারন জীবনকেও চমৎকার ভাবে সাজিয়ে তোলা সম্ভব ।

  • যদি জীবনে যথোপযুক্ত ক্ষেত্র সৃষ্টি করা যায় । জীবনের অতি ক্ষুদ্র ক্ষুদ্র সাধারন ঘটনা গুলোকে বিশেষ গুরুত্ব সহকারে সঠিক ভাবে কাজে লাগিয়ে চমৎকারত্বের মায়ায় ভরিয়ে দারুণ উপভোগ্য করে তোলা যায়, তা’হলে অতি সাধারন জীবনকেও অসাধারন করে গড়ে তোলা মোটেই অসম্ভব কিছু নয়।
  • এ’খানে, যথোপযুক্ত ক্ষেত্র বলতে – জীবন উন্নয়ন সহায়ক সঠিক কর্ম পদ্ধতি গ্রহন, যথার্থ কর্ম পরিকল্পণা গ্রহন, সঠিক সময়ে, সঠিক ভাবে কর্মসম্পাদনের মাধ্যমে দায়িত্ব পালন করাকেই গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়েছে ।
  • অতএব, আমি আপনি আমরা সবাই এ’শিক্ষা নিতে পারি –
  • যত সাধারনই হোক, আপনার আমার ব্যক্তিগত জীবন ধারা।
  • হীনমন্যতা নয়। ব্যর্থতায় নিজেকে গুটিয়ে রাখা কিংবা অন্যের হেয় প্রতিপন্নতাকে গুরুত্ব দেয়া মোঠেই বুদ্ধিমানের কাজ হবে না।
  • যথেোপযুক্ত ক্ষেত্র সৃষ্টির দিকে বিশেষ দৃষ্ঠি রাখা একান্ত জরুরী । তবেই জীবন হবে সার্থক ও সাফল্যমন্ডিত ।

0 Votes: 0 Upvotes, 0 Downvotes (0 Points)

Leave a reply

Join Us
  • Facebook38.5K
  • X Network32.1K
  • Behance56.2K
  • Instagram18.9K

Stay Informed With the Latest & Most Important News

Advertisement

Advertisement

shailobd.com

বাংলা ও English - এ লেখা একটি Blog site

Loading Next Post...
Follow
Search
Popular Now
Loading

Signing-in 3 seconds...