Dialogue-
You Remain Silently
— Ashish Kumer Banik
In the heart’s grove,
the gentle sway of emotions blossoming — only you.
The soft shade of the forest far away
calls, come in solitude — only you.
The golden afternoon sun
touches the soft silence of vast nature and says —
Come closer, closer — only you. Only you.
That blue sky
searches for all the vastness.
In its wonderful fascination
Calls out and says – Stay together
Forever like your own – only you. Only you.
The rare thrill of the sweet hour of the sleepless night
Calls out with utmost affection and says —-
Only you. Only you. Only you.
You remain silently.
In my heart – all day. All night.
Even a moment before the destruction of the world –
Read to Bengali below >
কথোপকথন-
তুমি রবে নীরবে
— আশীষ কুমার বণিক
হৃদয়ের গুল্মলতায়
মুকুলিত আবেগের
মৃদুমন্দ দোলা — শুধু তুমি।
বহুদুরের স্নিগ্ধ বনছায়া
ডেকে বলে, এসো গো সঙ্গোপনে — শুধু তুমি।
বিকেলের সোনা রোদ
প্রকান্ড প্রকৃতির স্নিগ্ধ নীরবতাকে ছুঁয়ে ছুঁয়ে বলে-
কাছে এসো, আরো কাছে — শুধু তুমি। শুধু তুমি।
ঐ আকাশ নীলে নীলে
খোঁজে সমস্ত বিশালতাকে।
অপরূপ মুগ্ধতায়
ডেকে ডেকে বলে- মিশে থাকো
চির আপনের মতো — শুধু তুমি। শুধু তুমি।
বিনিদ্র রজনীর সুমিষ্ট প্রহরের দূর্লভ শিহরণ
পরম আদরে ডেকে ডেকে বলে —-
শুধু তুমি। শুধু তুমি। শুধু তুমি।
তুমি রবে নীরবে।
আমার বুকে- সারাদিন। সারারাত।
এমন কি পৃথিবী ধ্বংসের এক মূহুর্ত আগেও-