Advertisement

The story is good- গল্পটা ভালোই-

The story is good-

A few days ago, I met an old friend. I wanted to know how he was. The friend smiled and said – I am doing well, friend. However –
I said – But what?
The friend said – Let’s move on without standing. I will tell you a short story while walking.
I was a little surprised. I asked how he was doing? He wanted to tell me a story. There is something to it. The two of us started walking. He narrated the story of his friend – Yes. It sounds a lot like a story –
“Friend, you know, since childhood, I have always had a dilemma about washing my clothes. This task is quite annoying for me. When my mother was present, my mother used to wash it. In my mother’s absence, my younger sister got married. I also became a family man but my habit did not leave me. She often gets angry with me about washing my clothes. Again, my wife has a strong objection to giving clothes to the laundry. You can understand why. But what happens like this? . I don’t like exaggeration, unrest, over trivial matters.
One day I came up with a plan in my mind – I put 200 taka notes in my pants pocket and 100 taka notes in my shirt pocket. I told him – Look, Lakshmi. I am in a hurry. I have to go out right away. You take the time to wash these shirts and pants with soap. Please – .
Maybe he remembered my words so well that I didn’t get any reply. I went out as usual. When I returned home, I saw that my shirts and pants were sparkling. He smiled and said – I have washed them very well. Listen, from now on, there is no need to take clothes to the laundry. It is an extra expense. Leave them. I will wash them when I have time.”
I smiled to myself. My plan has come in handy.
While we were talking, I reached the crossroads. My friend put his hand on my shoulder and said –

  • This is how life is, my friend. No matter how much love you give, nothing will work.
  • You need supplements. Money. And a little trickery.
  • Bass. If you can use it in a timely manner, you will see that the wheels are turning quite smoothly. Ha: Ha: Ha:. Come on, friend. See you later.
    With that, he hopped onto a moving local car and set off. I just watched. Then, taking a deep breath, I said – You didn’t lie too much, friend. The story is good.

 

I just watched. Then, taking a deep breath, I said – You didn’t lie too much, friend. The story is good.

  • বন্ধু সংসার এমনই। যতই ভালোবাসা দাও, তাতে কাজের কাজ কিচ্ছু হবে না।
  • দরকার সাপ্লিমেন্ট। টাকা। আর একটু খানি ফন্দি।

 

Read to Bengali below >

গল্পটা ভালোই-

কিছুদিন আগে পুরনো এক বন্ধুর সাথে দেখা। কেমন আছেজানতে চাইলাম। বন্ধু হেসে বলল – ভালই চলছে বন্ধু। তবে –
আমি বললাম – তবে কি?
বন্ধুটি বলল – চল্ দাঁড়িয়ে না থেকে এগুয়। হাটতে হাটতে ছোট্ট একটা গল্প শোনাই।
আমি খানিকটা অবাক হলাম। জানতে চাইলাম কেমন আছে? সে’ শোনাতে চাচ্ছে গল্প। ব্যাপার তো কিছু একটা আছেই। দুজনে পথ চলা শুরু করলাম । সাথে বন্ধুর গল্প উপস্থাপন – হ্যাঁ। শুনতে অনেকটা গল্পের মতই –
“বন্ধু তুই তো জানিস, ছোটবেলা থেকেই আমি নিজের পোশাক পরিচ্ছদ ধোয়ার ব্যাপার নিয়ে বরাবরই আমার ডিলেমী। এই একটা কাজ আমার জন্য বেশ বিরক্তিকর। মা থাকতে মা ধুয়ে দিতেন। মায়ের অবর্তমানে ছোট বোন। ছোট বোনের বিয়ে হলো। আমিও সংসারী হলাম কিন্তু আমার অভ্যাসটা আমাকে ছাড়লো না। আমার পোশাক ধোয়ার ব্যাপার নিয়ে তার সাথে প্রয়ই বাড়াবাড়ি হয়। আবার কাপড় লন্ড্রীতে দেয়া নিয়েও তো ভাবীর ঘোর আপত্তি । কারণ বুঝতেই পারছিস। কিন্তু এভাবে কি হয়? । তুচ্ছ ব্যাপার নিয়ে বাড়াবাড়ি, অশান্তি, ভালো লাগেনা।
একদিন মনে মনে একটা ফন্দি আটলাম- ফন্দি করে প্যান্টের পকেটে ২০০ টাকা শার্টের পকেটে ১০০ টাকার কিছু নোট রেখে দিলাম। তাকে বললাম – দেখো লক্ষীটি। আমার বেশ ত্বারা আছে। এক্ষুনি আমাকে বেরুতে হবে। তুমি সময় সুযোগ করে এই শার্ট প্যান্ট গুলো সাবান দিয়ে ধুয়ে দিও। প্লিজ – ।
আমার কথাটি, হয়তো তার বেশ মনে ধরেছিল তাই কোন প্রতি উত্তর পেলাম না। আমি যথারীতি বেরিয়ে গেলাম। বাসায় ফিরে দেখি, আমার শার্ট-প্যান্টগুলো একদম ঝকঝক করছে। সে হেসে বলল – খুব ভালো করে ধুয়ে রেখেছি। শোন এখন থেকে কাপড়-চোপড় লন্ড্রীতে দিয়ে কাজ নেই। অযতা বাড়তি খরচ। রেখে দিও। সময় করে আমি ধুয়ে রাখব’’
আমি মনে মনে হাসলাম। আমার ফন্দি তাহলে বেশ কাজে এসেছে।
কথা বলতে বলতে চৌ-রাস্তার মোড়ে এসে পৌঁছলাম। বন্ধুটি আমার কাঁদে হাত রেখে বলল –

  • বন্ধু সংসার এমনই। যতই ভালোবাসা দাও, তাতে কাজের কাজ কিচ্ছু হবে না।
  • দরকার সাপ্লিমেন্ট। টাকা। আর একটু খানি ফন্দি। ব্যাস্।
  • সময় মত কাজে লাগাতে পারলেই দেখবে বেশ গড়-গড়িয়ে চলছে চাকা। হা: হা:হা:। চলি বন্ধু। পরে দেখা হবে।
    এই বলেই সে’ চলন্ত একটি লোকাল গাড়িতে ঝুলতে ঝুলতে রওনা হয়ে গেল। আমি শুধু তাকিয়েই রইলাম। তারপর একটা চাপা নিশ্বাস ফেলে বললাম – খুব মিথ্যে বলিস নি বন্ধু। গল্পটা ভালোই।

0 Votes: 0 Upvotes, 0 Downvotes (0 Points)

Leave a reply

Previous Post

Next Post

Join Us
  • Facebook38.5K
  • X Network32.1K
  • Behance56.2K
  • Instagram18.9K

Stay Informed With the Latest & Most Important News

Advertisement

Advertisement

shailobd.com

বাংলা ও English - এ লেখা একটি Blog site

Loading Next Post...
Follow
Search
Popular Now
Loading

Signing-in 3 seconds...