Your very ordinary life will also become extraordinary, find out how —
Sunrise and sunset are very ordinary everyday events caused by nature. Which happens every day before our eyes.
However, this very ordinary event also carries special beauty in special cases.
And so, from the sunrise and sunset that are happening before our eyes every day, to the sunrise and sunset on the lake, the sea beach or the sunrise and sunset of Kanchenjunga, we are all so dear to us. Which we are almost all eager to enjoy.
Similarly, no matter how ordinary the life of me, you, all of us is; it is possible to arrange this very ordinary life in a wonderful way.
Therefore, I, you, and all of us can learn this lesson –
Read to Bengali below >
অতি সাধারন জীবন ও হয়ে উঠবে অসাধারন-
আপনার অতি সাধারন জীবন ও হয়ে উঠবে অসাধারন, জেনে নিন কি উপায়ে —
সূর্যোদয় এবং সূর্যাস্ত প্রকৃতি ঘটিত অতি সাধারন নিত্য ঘটনা । যা’ প্রতি নিয়ত আমাদের চোখের সামনেই ঘটে থাকে ।
অথচ, এ’ অতি সাধারন ঘটনাটি ও ক্ষেত্র বিশেষে, বিশেষ চমৎকারত্ব বহন করে ।
আর তাই, প্রতিনিয়ত চোখের সন্মূখে ঘটতে থাকা সূর্যোদয়-সূর্যাস্ত থেকে, লেকের ধারের, সাগর সৈকত কিংবা কাঞ্চনজঙ্গার সূর্যোদয়-সূর্যাস্ত আমাদের সকলের এত প্রিয়। যা’ উপভোগ করার জন্য রীতিমত আমরা প্রায় সবাই উদ্গ্রীব হয়ে থাকি ।
তদ্রুপ, আমি, আপনি, আমাদের সবার জীবন, যতই সাধারন হোকনা কেন ; এ’অতি সাধারন জীবনকেও চমৎকার ভাবে সাজিয়ে তোলা সম্ভব ।