Poetry
When you come near
— Ashish Kumer Banik
When you come near,
my pale world starts decorating
itself with all its
colorful layers.
When you come near,
the golden blessings of beloved
experience start to bloom secretly
throughout my entire nature.
When you come near,
the secret festival of beloved touch
fills my entire heart.
When you come near,
my entire red sky is covered,
with the black cloud of beloved shame.
When you come near,
this life of great suffering
also becomes very sweet,
the beginning of many, many happy chapters.
Don’t go, never go far.
Come closer, closer.
Promise – share every breath,
you remain –
Read to Bengali >
কবিতা
তুমি কাছে এলে
— আশীষ কুমার বণিক
তুমি কাছে এলে-
আমার বিবর্ণ পৃথিবী তার সমস্ত
রঙের পশরা নিয়ে নিজেকে
ইচ্ছেমত সাজাতে থাকে।
তুমি কাছে এলে-
আমার সমস্ত প্রকৃতি জুড়ে, গোপনে
ফুটতে থাকে প্রিয়ানুভবের স্বর্ণমঞ্জুরি বিথী।
তুমি কাছে এলে-
প্রিয়স্পর্শের গোপন উৎসবে মুখরিত হয়,
আমার সমস্ত হৃদয় পাড়া।
তুমি কাছে এলে-
আমার সমস্ত রক্তিম আকাশ ছেয়ে ছেয়ে যাায়,
প্রিয় লজ্জার কালোমেঘে।
তুমি কাছে এলে-
বড় কষ্টের এ’ জীবনটাও হয়ে উঠে
বড় মধুময়, সূচনা ঘটে,
অনেক অনেক শুভ অধ্যায়ের।
তুমি যেয়ো না, কখনো যেয়ো না দুরে।
কাছে এস, আরো কাছে।
কথা দাও – প্রতিটি নি:শ্বাস ভাগাভাগি
করে, তুমি রবে –