Advertisement

Always be motivated সব সময় অনুপ্রাণিত থাকুন-

shailobdFeel-GoodInspiration3 weeks ago2.8K Views

Always be motivated-

Always be motivated. Always try to be happy and cheerful. You will see that everything in the world will seem pleasant to you. You will have a love for your life. From which you will be able to bind your workplace, family, loved ones, and even everyone in the bond of love. Your mind will want to give more love. You will undoubtedly receive love in return.

Here are some things you can do to keep yourself motivated 

  •  Dream. That dream will help you make yourself great.
  •  Think positively. Positive thinking will help you move forward on the right path.
  •  Speak positively. Express positive thoughts in your words and sentences. Others will also take you positively.
  • Do at least one good deed daily. It can be for yourself or for others. It can also be by reading a religious book or by giving beautiful guidance to someone on the right path.
  • Keep yourself involved in work. Show the true greatness of your actions to others.
    Finally,

sorrow will come. Sorrow is eternal. When you are sad, close your eyes. Meditate on the Creator. Calm your mind. Be calm. Only then will you be able to keep yourself motivated always.

দুঃখ আসবেই।  দুঃখ চিরন্তনী। দুঃখ হলে চোখ বন্ধ করুন। সৃষ্টি সৃষ্টিকর্তার ধ্যান করুন । মনকে শান্ত করুন। শান্ত হোন। তবেই আপনি সদা সর্বদা নিজেক অনুপ্রাণিত রাখতে পারবেন।

সব সময় অনুপ্রাণিত থাকুন-

সব সময় অনুপ্রাণিত থাকুন। সদা হাসি খুশি আর প্রাণোজ্জ্বল থাকতে চেষ্টা করুন। দেখবেন পৃথিবীর সমস্ত কিছু আপনার কাছে সুখকর মনে হবে ।আপনার জীবনের প্রতি মায়া হবে। যা থেকে আপনি আপনার কর্মক্ষেত্র, পরিবার, আপনজন, এমনকি সবাইকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে পারবেন। মন চাইবে আরো ভালোবাসা দিতে। বিনিময়ে আপনিও ভালোবাসা পাবেন নিঃসন্দেহে।

নিজেকে অনুপ্রাণিত রাখতে আপনার করণীয় হতে পারে-

  • স্বপ্ন দেখুন। যে’ স্বপ্ন আপনাকে মহান করে তুলতে সহায়তা করবে।
  • পজিটিভ চিন্তা করুন। পজিটিভ চিন্তাভাবনা আপনাকে সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
  • পজিটিভলি কথা বলুন। আপনার কথায় ও বাক্যে পজিটিভ ভাবনাযর প্রকাশ ঘটান। অন্যেরা ও আপনাকে পজিটিভলি নেবে।
  • অন্তত দৈনিক একটি ভাল কাজ করুন। সেটি হতে পারে আপনার জন্য হতে পারে অপরের জন্য। সেটি এমনও হতে পারে, ধর্মীয় কোন বই পড়ার মাধ্যমে কিংবা কাউকে সঠিক পথে চলার সুন্দর দিকনির্দেশনা দেয়ার মাধ্যমে।
  • নিজেকে কর্মের সহিত জড়িত রাখুন। নিজের কর্মের সঠিক মাহাত্ম্য অপরের নিকট তুলে ধরুন।
  • পরিশেষে বলি- দুঃখ আসবেই। দুঃখ চিরন্তনী। দুঃখ হলে চোখ বন্ধ করুন। সৃষ্টি সৃষ্টিকর্তার ধ্যান করুন । মনকে শান্ত করুন। শান্ত হোন। তবেই আপনি সদা সর্বদা নিজেক অনুপ্রাণিত রাখতে পারবেন।

61 Votes: 49 Upvotes, 12 Downvotes (37 Points)

Leave a reply

Join Us
  • Facebook38.5K
  • X Network32.1K
  • Behance56.2K
  • Instagram18.9K

Stay Informed With the Latest & Most Important News

Advertisement

Advertisement

shailobd.com

বাংলা ও English - এ লেখা একটি Blog site

Loading Next Post...
Follow
Search
Popular Now
Loading

Signing-in 3 seconds...