Always be motivated. Always try to be happy and cheerful. You will see that everything in the world will seem pleasant to you. You will have a love for your life. From which you will be able to bind your workplace, family, loved ones, and even everyone in the bond of love. Your mind will want to give more love. You will undoubtedly receive love in return.
sorrow will come. Sorrow is eternal. When you are sad, close your eyes. Meditate on the Creator. Calm your mind. Be calm. Only then will you be able to keep yourself motivated always.
দুঃখ আসবেই। দুঃখ চিরন্তনী। দুঃখ হলে চোখ বন্ধ করুন। সৃষ্টি সৃষ্টিকর্তার ধ্যান করুন । মনকে শান্ত করুন। শান্ত হোন। তবেই আপনি সদা সর্বদা নিজেক অনুপ্রাণিত রাখতে পারবেন।
সব সময় অনুপ্রাণিত থাকুন। সদা হাসি খুশি আর প্রাণোজ্জ্বল থাকতে চেষ্টা করুন। দেখবেন পৃথিবীর সমস্ত কিছু আপনার কাছে সুখকর মনে হবে ।আপনার জীবনের প্রতি মায়া হবে। যা থেকে আপনি আপনার কর্মক্ষেত্র, পরিবার, আপনজন, এমনকি সবাইকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে পারবেন। মন চাইবে আরো ভালোবাসা দিতে। বিনিময়ে আপনিও ভালোবাসা পাবেন নিঃসন্দেহে।